উষ্ণ মণ্ডল | Torrid Zone

উষ্ণ মণ্ডল [Torrid Zone]

উষ্ণ মণ্ডল [Torrid Zone] বলতে সাধারণত পৃথিবীর বিষুবরেখার (equator) উত্তরের কর্কটক্রান্তি রেখা (tropic of cancer) এবং দক্ষিণের মকরক্রান্তি রেখার (tropic of capricorn) মধ্যবর্তী তুলনামূলক উষ্ণ অঞ্চলকে বুঝায়। তাপমাত্রার তারতম্য অনুযায়ী পৃথিবীকে যে ক’টি শ্রেণিতে বিভক্ত করা হয়, উষ্ণ মণ্ডল তার মধ্যে অন্যতম। বিষুব রেখার উত্তরের কর্কটক্রান্তি রেখা (২৩.৫ ডিগ্রি উত্তর) এবং দক্ষিণের মকরক্রান্তি রেখার (২৩.৫ ডিগ্রি দক্ষিণ) মধ্যবর্তী অঞ্চলে মধ্যহ্ন সূর্যের অবণতি বছরের সব সময় ২৩.৫ ডিগ্রির মধ্যে অবস্থান করে। যার ফলে পৃথিবীর এ অঞ্চলটিতে তাপমাত্রা অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি থাকে। আর এ জন্য পৃথিবীর এ অঞ্চলটিকে উষ্ণ মণ্ডল বা তাপমণ্ডল বা গ্রীষ্ম মণ্ডল বলা হয়। [সংকলিত]


Image Source: Torrid zone


Leave a Reply