মােট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন

মোট উৎপাদন: সাধারণত বিভিন্ন উপকরণ নিয়ােজিত করার ফলে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায়, তাকে মােট উৎপাদন বলে। বলা যায় যে, নির্দিষ্ট কোন সময়ে নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন প্রাথমিক উপকরণ, যেমন: দ্রব্য, জনবল, প্রভৃতি ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সামগ্রী বা ফসল উৎপাদন করা হয় তাকে মোট উৎপাদন (total production/TP) বলে।

মােট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন

গড় উৎপাদন: অন্যান্য প্রাথমিক উপকরণসমূহ স্থির রেখে যে কোন একটি উপকরণের পরিমাণ পরিবর্তনের ফলে বিভিন্ন একক প্রতি যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদিত হয় তাকে গড় উৎপাদন বলে। সাধারণত মোট উৎপাদনকে একটি পরিবর্তনশীল প্রাথমিক উৎপাদন উপকরণ (বিশেষ করে শ্রমিক) দিয়ে ভাগ করলে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে গড় উৎপাদন (average production) বলে। অন্য যে কোন উপকরণ পরিবর্তন করে নিয়েও গড় উৎপাদন বের করা যায়। যেমন: মোট উৎপাদন ÷ পরিবর্তনশীল প্রাথমিক উৎপাদন উপকরণ = গড় উৎপাদন

প্রান্তিক উৎপাদন: উৎপাদনের অন্যান্য উপকরণ স্থির রেখে পরিবর্তনশীল যে কোন উপকরণের (বিশেষ করে শ্রমিক) প্রতি একক পরিবর্তনের সাথে সাথে মোট উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন (marginal production) বলে। এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের ফলে উৎপাদনের যে পরিমাণ পরিবর্তন হয়, তাকে প্রান্তিক উৎপাদন বলে। এক্ষেত্রে শ্রমিক ব্যবহার করলে শ্রমিকের বা মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলা হবে। যেমন: পরিবর্তিত উৎপাদনের মোট পরিমাণমোট উৎপাদনের পরিমাণ = প্রান্তিক উৎপাদন

উদাহরণস্বরূপ:- রুবেল সাহেব তাঁর এক একর জমিতে অন্যান্য প্রাথমিক উপকরণসহ ৫ জন শ্রমিক নিয়ােগ করে ৩০০ কুইন্টাল ধান উৎপাদন করে। এখানে, রুবেল সাহেবের মোট উৎপাদন হল ৩০০ কুইন্টাল ধান। রুবেল সাহেবের শ্রমিক প্রতি গড় উৎপাদন ৬০ কুইন্টাল ধান। পরের বছরে ৬ জন শ্রমিক নিয়ােগ করে তিনি ৩৬৫ কুইন্টাল ধান উৎপাদন করেন।

এখানে, গত বছরের তুলনায় ধানের উৎপাদন বৃদ্ধি পেল ৬৫ কুইন্টাল। এ ৩৬৫ কুইন্টাল – ৩০০ কুইন্টাল = ৬৫ কুইন্টাল ধান হল প্রান্তিক উৎপাদন। অর্থাৎ অতিরিক্ত একজন (৬ষ্ঠ) শ্রমিক নিয়ােগ করায় উৎপাদন ৬৫ কুইন্টাল বেড়ে গেল। ৬ষ্ঠ শ্রমিক হল প্রান্তিক শ্রমিক। সুতরাং প্রান্তিক শ্রমিকের উৎপাদন হল ৬৫ কুইন্টাল। তাহলে, এখানে ৩০০ কুইন্টাল হল ৫ জন শ্রমিকের মােট উৎপাদন, ৬০ কুইন্টাল হল শ্রমিক প্রতি গড় উৎপাদন এবং ৬৫ কুইন্টাল হল ৬ষ্ঠ শ্রমিকের প্রান্তিক উৎপাদন[সংকলিত]


মােট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন বলতে কি বুঝায়?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply