ঊর্ধ্বপাতন বলতে কি বুঝায়?
September 28, 2023
ঊর্ধ্বপাতন:
ঊর্ধ্বপাতন [Sublimation] বলতে সাধারণত কঠিন (solid) পদার্থ সরাসরি বায়বীয় (gaseous) অবস্থায় রূপান্তরিত হওয়াকে বুঝায়। আমরা জানি, সাধারণভাবে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রথমে তরল পদার্থে এবং তরল পদার্থ থেকে বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়।

তবে তাপ প্রয়োগ করলে কোনো বিশেষ অবস্থায় কোনো কোনো কঠিন পদার্থ তরল পদার্থে রূপান্তরিত না হয়ে সরাসরি বায়বীয় পদার্থে রূপান্তরিত হয়ে থাকে। সুতরাং তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ সরাসরি বায়বীয় পদার্থে রূপান্তরিত হওয়াকে ঊর্ধ্বপাতন বলা হয়। [সংকলিত]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL