ঋজু মানব | Homo Erectus

ঋজু মানব:

ঋজু মানব [Homo Erectus] হলো আনুমানিক আজ থেকে দশ লক্ষ বছর পূর্বে ক্রমে বিকশিত হয়ে সৃষ্ট এক ধরনের মানব-সম প্রাণি। এ মানবের বিকাশ আধুনিক মানব জাতির ক্রমবিকাশ ধারার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নৃতাত্ত্বিকগণ মনে করেন, আজ থেকে দশ লক্ষ বছর আগে মানব-সম প্রাণি অস্ট্রালোপিথেকাস (australopithecus) ক্রমাগত বিবর্তিত হয়ে এ মানবে পরিণত হয়েছে।

ঋজু মানব, Homo Erectus

মূলত এ মানবের শারীরিক গঠন অস্ট্রালোপিথেকাসের তুলনায় খুব বেশি উন্নত ছিল। এদের শারীরিক গঠন আধুনিক মানবের কাছাকাছি ছিল বলে নৃতাত্ত্বিকগণ উল্লেখ করেন। এ ধরনের মানবরা আংশিক ঋজু (বাঁকানো) ভঙ্গিতে হাঁটা চলা করতো বলে জানা যায়। এরা সম্পূর্ণ সোজা হয়ে চলাচল করতে পারতো না। নৃতাত্ত্বিকগণ এ মানবের দুটি প্রধান গোত্রের কথা উল্লেখ করেন। [সংকলিত]


image: britannica.com


Leave a Reply