ঋতু পরিবর্তন বলতে কি বুঝায়?

ঋতু পরিবর্তন:

আবহাওয়াবিদ্যায় ঋতু পরিবর্তন (change of seasons) বলতে সাধারণত তাপমাত্রাসহ অন্যান্য নিয়ামক ও উপাদানের পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে একটি বছরের আবহাওয়ার বিভিন্নতাকে বুঝায়। আবহাওয়াবিদগণ মনে করেন, পৃথিবীর ৬৬.৫ ডিগ্রি অক্ষরেখার বাঁকা অবস্থানের জন্যই পৃথিবীতে মূলত ঋতু পরিবর্তন ঘটে।

ঋতু পরিবর্তন
ছবি: britannica.com

পৃথিবীর মধ্য অক্ষাংশ অঞ্চলে প্রধান তিনটি ঋতু পরিলক্ষিত হয়। এ ঋতুগুলো হলো – বসন্ত (spring), গ্রীষ্ম (summer) এবং শরৎ (autumn)। মধ্য অক্ষাংশ অঞ্চলের বসন্তকালে গাছে গাছে বিভিন্ন পল্লব ছড়িয়ে পড়ে, গ্রীষ্মকালে সবচেয়ে বেশি উষ্ণতা বিরাজ করে, এবং শরৎকালে ফসল পাঁকে এবং পাতা ঝরে পড়ে।

নিরক্ষীয় অঞ্চলেও প্রধান তিনটি ঋতু পরিলক্ষিত হয়। এ ঋতুগুলো হলো – বর্ষা (monsoon/rainy), গ্রীষ্ম (summer) এবং শীত (winter)। নিরক্ষীয় অঞ্চলের বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় এবং পাছপালার ব্যাপক বৃদ্ধি ঘটে থাকে, গ্রীষ্মকালে শুষ্কতা বিরাজ করে, এবং শীতকালে আর্দ্রতা কম থাকে এবং গাছপালার বৃদ্ধি কিছুটা স্থবির থাকে। [সংকলিত]


Follow Us in OurYoutube Channel: GEONATCUL


Leave a Reply