একক এলাকা পদ্ধতি বলতে কি বুঝায়?

একক এলাকা পদ্ধতি [Unit Area Method] হলো বহিরাঙ্গন সমীক্ষায় (field study) তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত একটি পদ্ধতি। এ পদ্ধতিতে কোনো ভৌগোলিক এলাকায় ভগ্নাংশিক সংকেতের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ভগ্নাংশিক সংকেত রেখার নিচে ভূমির ঢাল, নিষ্কাশন, কঙ্করতা, উদ্ভিজ্জ, মাটিরর গভীরতা এবং উর্বরতা, প্রভৃতি ৭টি বিষয় সম্পর্কে এবং রেখার উপরের অংশে ভূমির ব্যবহার, ফসল, ভূমির আকৃতি, পতিত জমির পরিমাণ, ভূমির গুণাগুণ, প্রভৃতি ৫টি বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এরূপভাবে যে কোনো একটি ভৌগোলিক এলাকার সম্পূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। তথ্য সংগ্রহের এ পদ্ধতিটি হলো একক এলাকা পদ্ধতি। [সংকলিত]


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply