একটি ফার্ম কিভাবে চাহিদা পূর্বানুমানের অনিশ্চয়তার  সাথে খাপ খাওয়ায়

ব্যবসায় বাণিজ্যে, শিল্প কারখানায় সর্বত্র অনিশ্চয়তা বিরাজ করে। চাইলেই অনিশ্চয়তাকে পরিহার করা যায় না। চাহিদা পূর্বানুমানেও রয়েছে অসংখ্য অনিশ্চয়তা, যা ঝুঁকি সৃষ্টি করে। তবে এ সকল অনিশ্চয়তার বিপক্ষে কিছুটা প্রচেষ্টা গ্রহণ করা হলে সহজেই অনিশ্চয়তার সাথে খাপ খাওয়ানো যায়, ফলে ঝুঁকি হ্রাস পায়। একটি ফার্ম বিভিন্নভাবে চাহিদা পূর্বানুমানের ক্ষেত্রে অনিশ্চয়তার সাথে খাপ খাওয়াতে পারে, যা নিম্নে উল্লেখ করা হলো:

(ক) সমরূপ উপাত্ত ও প্রমিত সংজ্ঞার আলোকে বিশ্লেষণ করতে হবে।
(খ) অপ্রয়োজনীয় তথ্য পর্যবেক্ষণ করা থেকে বিরত থাকতে হবে।
(গ) তথ্য সংগ্রহের প্রাসঙ্গিকতার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
(ঘ) পূর্বানুমান পদ্ধতি ক্ষেত্রে ধারণাগুলোকে বিশেষভাবে মূল্যায়ন করতে হবে এবং সঠিক পদ্ধতি বাছাই করতে হবে।
(ঙ) প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে নমনীয় হতে হবে এবং এক্ষেত্রে দূরদর্শিতার পরিচয় দিতে হবে।

(চ) চাহিদা ও বাজার বিশ্লেষণে যারা দক্ষ তাদেরকে সঠিকভাবে বেছে নিতে হবে।
(ছ) পরিবেশগত বিভিন্ন পরিবর্তনের দিকে বিশেষভাবে পরিবীক্ষণ করতে হবে।
(জ) বাজারের বর্তমানে পণ্যের চাহিদা ও বাজারের উপাদান ইত্যাদির দিকে বিশেষ খেয়াল রেখে পূর্বানুমান করা উচিত।
(ঝ) সরকারের নিয়মনীতির ঘন ঘন পরিবর্তন হয় কিনা? তা খেয়াল রাখতে হবে এবং সেগুলো বাজারে ও পণ্যের চাহিদার উপর তেমন কোনো প্রভাব ফেলে কিনা তার প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে।

উপরে উল্লেখিত বিষয়সমূহ স্মরণ রেখে চাহিদা পূর্বানুমান করা হলে সহজেই পূর্বানুমানের অনিশ্চয়তাসমূহের সাথে খাপ খাওয়ানো সম্ভব এবং চাহিদা পূর্বানুমানের উত্তম ফলাফল পাওয়া যাবে। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: রাসুল, ড. মোঃ সিরাজুর এবং ইসলাম, মোঃ নজরুল, প্রকল্প পরিকল্পনা, (২০১৬/২০১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ২৭৪।


কিভাবে একটি ফার্ম চাহিদা পূর্বানুমানের অনিশ্চয়তার সাথে মিলে যায়।


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply