একুশে পদক: রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার
March 4, 2022

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে প্রচলিত পদকের নাম হল ‘একুশে পদক’। একুশে পদক হল বাংলাদেশের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। বাংলাদেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষাচর্চা, সাহিত্য, শিল্পকলা, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, অর্থনীতি, সমাজসেবা, চিকিৎসা প্রভৃতি কল্যাণকর বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এরূপ ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের জন্য একুশে পদক প্রদান করা হয়। এ পুরস্কারটি একুশে পদক হওয়ায় ভাষা দিবসের (২১ ফেব্রুয়ারি) প্রাক্কালে এ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়। ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত (২০২২ সাল) বিগত ৪৭ বছরে ৫ শতাধিক ব্যক্তি, সংস্থা এবং প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়েছে।[সংকলিত]
ছবি সূত্র: একুশে পদক
একুশে পদক কবে চালু হয়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL