এরিত (Arête) বলতে কি বুঝায়?
October 13, 2023
এরিত (Arête):
ভূমিরূপবিদ্যায় এরিত (arête) বলতে সাধারণত খাড়া পর্বত শৃঙ্গকে বুঝায়। অর্থাৎ হিমবাহ অঞ্চলে আবহবিকারের নানাবিধ কারণে ক্ষয়প্রাপ্ত হয়ে পর্বত গাত্রের চারদিকে প্রায়শ বিশেষ ধরনের গর্ত হয়ে থাকে। পর্বত গাত্রের চারদিকের এ ধরনের গর্তকে আবার সার্ক (cirque) বলা হয়। বিশেষ গর্ত বা সার্কের মধ্যভাগে ক্ষয়িত উচ্চ পর্বতটি সরু ও খাড়াভাবে দণ্ডায়মান থাকে। ফরাসী ভাষায় সার্কের মধ্যভাগে দণ্ডায়মান এ ধরনের সরু ও খাড়া পর্বত শৃঙ্গকে এরিত (arête) বলা হয়। [সংকলিত]
