এলাকা নমুনায়ন বলতে কি বুঝায়?
এলাকা নমুনায়ন:
এলাকা নমুনায়ন (area sampling) হলো যে কোনো ভৌগোলিক পরিসরে নমুনায়নের অন্যতম পদ্ধতি। গবেষকগণ গবেষণার প্রয়োজনে তথ্যবিশ্বকে বিভিন্ন শ্রেণিতে বা গুচ্ছে বিভক্ত করে থাকেন। শ্রেণিতে বা গুচ্ছে বিভক্ত বা নির্বাচন করার ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানকে ভিত্তি হিসেবে গ্রহণ করেন। উদাহরণস্বরূপ – যে কোনো একটি এলাকাকে মহল্লায় বিভক্ত করা হলো। আর কতিপয় পরিবারের গুচ্ছ নিয়ে এক একটি মহল্লা গঠিত হয়।

গবেষণা কাজের সুবিধার্থে এরূপ প্রতিটি গুচ্ছকে নির্বাচিত করে এক একটি নমুনা একক হিসেবে নেয়া হয়। নির্বাচিত এসব গুচ্ছের উপরে সমীক্ষা কাজ পরিচালনা করা হয়। তবে মহল্লার প্রতিটি পরিবারকে নমুনা একক হিসেবে নেয়া হয় না। আর একারণেই এধরনের নমুনায়নকে এলাকা নমুনায়নও বলা হয়। আবার, গুচ্ছ আকারে নমুনা নেয়া হয় বলে এধরনের নমুনায়নকে গুচ্ছ নমুনায়ন (cluster sampling) বলা হয়। কোনো গবেষণার কাজে নগরীর বস্তি সমীক্ষা করার ক্ষেত্রে এধরনের নমুনায়ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। [সংকলিত]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL