এলাকা (area) কাকে বলে?
October 14, 2023
এলাকা (area):
এলাকা (area) বলতে সাধারণত পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক পরিসরের (range) বিভক্ত প্রতিটি খণ্ডকে বুঝায়। অর্থাৎ ভূগোলবিদগণ যে কোনো ভৌগোলিক পরিসরকে একাধিক খণ্ডে ভাগ করেন। এরূপ বিভক্ত প্রতিটি খণ্ড হলো এক একটি এলাকা। তবে, ‘এলাকা’ এবং ‘অঞ্চল’ পরিভাষা দু’টির ভাবার্থ এক নয়।

কোনো কিছুকে ভিত্তি করে কিংবা কোনো নির্দিষ্ট মাপকাঠি অনুসারে অঞ্চল নির্ধারণ করা হয়। আর এলাকা ভাগ করার ক্ষেত্রে এরূপ কোনো ভিত্তি কিংবা মাপকাঠি অনুসরণ করা হয় না। সুতরাং এলাকা হলো পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক পরিসরের এলোমেলো (random) এবং আয়তনিক (volumetric) বিভক্তিকরণ। [সংকলিত]