এসকার | Esker
February 15, 2024

এসকার [Esker] বলতে হিমবাহের তলদেশে সৃষ্ট সরু ও দীর্ঘ শিলাস্তূপকে বুঝায়। অর্থাৎ হিমবাহ এলাকার বরফ বিভিন্ন কারণে গলে যায়। গলিত বরফের পানি (জল) স্রোতের আকারে প্রবাহিত হয়। এ স্রোতের দ্বারা বাহিত হয়ে প্রচুর নুড়ি, বালি, কাকর, প্রভৃতি হিমবাহের তলদেশে সঞ্চিত হয়ে সরু ও দীর্ঘ শিলা স্তূপের সৃষ্টি করে। সৃষ্ট এ শিলাস্তূপকে এসকার (esker) বলা হয়। [সংকলিত]
Image Source: wikimedia.org
এসকার কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL