ঐতিহাসিক রাজধানী
February 15, 2024

ঐতিহাসিক রাজধানী [Historic Capital] বলতে সাধারণত কোনো রাষ্ট্রে ঐতিহাসিক ভূমিকা প্রদানকারী রাজধানীকে বুঝায়। অর্থাৎ যে কোনো রাষ্ট্রের যে রাজধানী অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠে কয়েক শতক ধরে টিকে থাকে। এমনকি রাষ্ট্রের বিবর্তনে এ রাজধানীর ঐতিহাসিক ভূমিকা রয়েছে। এরূপ রাজধানীকে ঐতিহাসিক রাজধানী বলা হয়। যেমন- ঢাকা, দিল্লী, লন্ডন, রোম, কায়রো, প্রভৃতি। [সংকলিত]
Image Source: HISTORIC CAPITAL
ঐতিহাসিক রাজধানী কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL