ওয়াল্টার ক্রিস্টল্যা | Walter Christaller

ওয়াল্টার ক্রিস্টল্যা (১৮৯৩-১৯৬৯) একজন জার্মান ভূগোলবিদ। তিনি ১৮৯৩ সালের ২১ এপ্রিল জার্মানীর উয়ের্টেমবার্গে (württemberg) জন্ম গ্রহণ করেন। তিনি কর্মজীবনের প্রথম দিকে ভূগোলবিদ হওয়ার জন্য জ্ঞান চর্চায় রীতিবদ্ধ ধারা অনুসরণ করেননি। তবে, কর্মজীবনের প্রথম থেকে মানচিত্র পঠনের প্রতি তাঁর গভীর আগ্রহ ছিল। ওয়াল্টার ভূগোল বিষয়ে প্রশিক্ষণের জন্য ৪০ বছর বয়সে জার্মানীর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ১৯৩৩ সালে তিনি তাঁর পি. এইচডি. ডিগ্রির থিসিসের নিবন্ধ হিসেবে “Central Place in Southern-Western Germany” বিশ্ববিদ্যালয়ে পেশ করেন। তিনি তাঁর নিবন্ধে জার্মানীর বেভারিয়া অঞ্চলের কেন্দ্রীয় স্থানগুলোর পারিসরিক বুনট নিয়ে তত্ত্ব উপস্থাপন করেন।
কিন্তু ওয়াল্টার সতীর্থগণ তাঁর এ তত্ত্বটিকে যথেষ্ট আগ্রহ নিয়ে দেখেননি এবং গ্রহণ করেননি। পরবর্তীতে বিভিন্ন গবেষণায় তাঁর তত্ত্বটির প্রায়োগিক সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর এ সম্ভাবনার কারণে অনেক পাঠক, শিক্ষার্থী ও গবেষক তাঁর তত্ত্বটির প্রতি আগ্রহ প্রকাশ করেন। ১৯৬৬৫ সালে সি. ডাবলিউ. বাসকিন তাঁর “Central Place in Southern-Western Germany” এর ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। যার ফলে ইংরেজি ভাষাভাষি লোকজনের মধ্যে এ তত্ত্বটির যথেষ্ট আগ্রহ সৃষ্টি হয়। পরবর্তীতে ওয়াল্টার তাঁর কর্মের স্বীকৃতি পান। তিনি ১৯৬৯ সালের ৯ মার্চ জার্মানীর কোনিগস্টেইন ইম টাউনাসে (königstein im taunus) মৃত্যুবরণ করেন। [সংকলিত]
ওয়াল্টার ক্রিস্টল্যা কে?
Follow Us in Our Youtube Channel: GEONATCUL