ঔদক বল ও ঔদক ক্ষয়সাধন
January 3, 2020
ঔদক বল [Hydraulic Force] বলতে সাধারণত পানির (water) বলকে বুঝায়। অর্থাৎ নদীর বা সমুদ্রের পানির স্রোত এবং ঢেউয়ের আঘাতই হল ঔদক বল। নদীর পাড়ে কিংবা সমুদ্রের তীরে আছড়ে পড়া ঢেউয়ের কারণে সৃষ্ট ধ্বসই হলো ঔদক বলের বহি:প্রকাশ।
ঔদক ক্ষয়সাধন [Hydraulic Erosion] বলতে সাধারণত পানি বা জলের বলে বা আঘাতে সৃষ্ট ক্ষয়কে বুঝায়। অর্থাৎ নদীর স্রোত ও ঢেউয়ের আঘাতে নদীর পাড়ের ভাঙ্গন বা ক্ষয় এবং সমুদ্রের স্রোত ও ঢেউয়ের আঘাতে সমুদ্রের তীরের ভাঙ্গন বা ক্ষয় সাধিত হয়, যা ঔদক ক্ষয়সাধনের বহি:প্রকাশ। [সংকলিত]
ঔদক বল কি?
ঔদক ক্ষয়সাধন কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL