কনফুশিয়াসবাদ | Confucianism

কনফুশিয়াসবাদ, Confucianism

কনফুশিয়াসবাদ (Confucianism) কী?

এ মতবাদটি হলো সমাজতান্ত্রিক চীনের একটি প্রাচীন ধর্ম। এটি মূলত একটি দার্শনিক মতবাদ। এ মতবাদকে একটি সমাজ ব্যবস্থা বলাই অধিকতর যুক্তিসঙ্গত বলে অনেকেই মনে করেন। চীনা দার্শনিক কনফুশিয়াস মূলত গৌতম বুদ্ধের সমকালে চীনের জীবন ব্যবস্থার একটি নীতিমালা বা মতবাদ প্রণয়ন ও প্রচার করেন।

বৌদ্ধ ধর্মের মতই এ নীতিমালায় বা মতবাদে পরলোকের (মৃত্যু পরবর্তী জীবন) চেয়ে মানুষের ইহলোকের (বাস্তব জীবন) উপর জোর দেয়া হয়। যার ফলে চীনে বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের সাথে সাথে এ মতবাদ বৌদ্ধ ধর্মের সাথে মিশ্রিত হয়ে যায়। এ মতবাদ এখনও চীনা জীবনধারার সাথে সাধারণ প্রথা হিসেবে টিকে আছে। [সংকলিত]


ছবি: britannica.com


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply