কর্ম পরিসর বলতে কি বুঝায়?
October 8, 2023
কর্ম পরিসর:
কর্ম পরিসর (activity space) বলতে কোনো স্বতন্ত্র ব্যক্তির অধিকাংশ কর্মকাণ্ড সম্পন্ন করার পরিসরকে বুঝায়। সাধারণত যাবতীয় কর্মকাণ্ড, যাতায়াত পথ এবং এক এক স্থানে কত সময় ধরে অবস্থান করছে, সে সব বিশ্লেষণ করে একজন ব্যক্তির কর্ম পরিসর নির্ধারণ করা হয়। সুতরাং একজন স্বতন্ত্র ব্যক্তি তার যাবতীয় কর্মকাণ্ড যে পরিসরে সম্পন্ন করে, সে পরিসরকে কর্ম পরিসর বলা হয়। [সংকলিত]
