কারবালার কাহিনিকে মর্মান্তিক বলা হয় কেন?
কারবালার কাহিনিকে মর্মান্তিক বলার কারণ ব্যাখ্যা:
কারবালার ঘটনা ইতিহাসের মর্মান্তিক ঘটনা। কারবালার হত্যাকাণ্ডে অত্যন্ত করুণভাবে মুসলমানদের হত্যা করা হয় এবং অত্যন্ত নিষ্ঠুরভাবে নবী করিম (সা.) এর দৌহিত্র ইমাম হোসেনের শিরশ্ছেদ করা হয় বলে এ হত্যাকাণ্ডকে মর্মান্তিক বলা হয়। ৬০ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে ইমাম হোসেনের বাহিনী ও ইয়াজিদের বাহিনীর মধ্যকার রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হয়। ইয়াজিদ বাহিনী ফোরাত নদীর পাড় দখল করে ইমাম হোসেনের বাহিনীকে পানি থেকে বঞ্চিত করে। ফলে পানির অভাবে ইমাম হোসেনের ভ্রাতুষ্পুত্র কাসেম প্রাণত্যাগ করেন। পরে ইমাম হোসেন নিজপুত্র শিশু আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য গেলে আসগর শরবিদ্ধ হয়ে প্রাণত্যাগ করে। পরে পাপিষ্ঠ সীমার তরবারি দ্বারা ইমাম হোসেনের শিরশ্ছেদ করে। কারবালায় নবী করিম (সা.) এর দৌহিত্রের এ বেদনাদায়ক হত্যাকাণ্ডকে ইতিহাসের মর্মান্তিক ঘটনা বলা হয়। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: হাছান, মোঃ মাহমুদুল, ইসলামের ইতিহাস ১ম পত্র (একাদশ -দ্বাদশ), (জুন, ২০১৩), ঢাকা: লেকচার পাবলিকেশন্স লি., পৃ: ২৬৪, ২৬৫।
Follow Us in Our Youtube Channel: GEONATCUL