কালাহারি মরুভূমি | Kalahari Desert
June 3, 2024
কালাহারি মরুভূমি [Kalahari Desert] আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত বিশাল আয়তনের একটি মরুভূমি। বিস্তৃত এ মরুভূমির আয়তন প্রায় ৯,৩০,০০০ বর্গ কিলোমিটার। মরুভূমিটি মূলত দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানার বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। তবে মরুভূমিটির অধিকাংশই বতসোয়ানার ভূ-সীমার মধ্যে অবস্থিত। এ মরুভূমির উত্তর-পশ্চিম পাশ দিয়ে ওকোভাঙ্গা নামক নদী প্রবাহমান রয়েছে। আর এ কারণই কেবল এখানেই জীববৈচিত্র্যের অপরূপ সমাবেশ দেখতে পাওয়া যায়। [সংকলিত]

কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত?
Image: wikipedia.org
Follow Us on Our YouTube channel: GEONATCUL