কাসকেড কী?
June 30, 2024
কাসকেড (cascade) বলতে সাধারণত উঁচু পার্বত্য এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র জলপ্রপাতের সমষ্টিকে বুঝায়। অর্থাৎ যখন উঁচু স্থান থেকে জলধারা ধাপে ধাপে নিচে নেমে আসে তখন তাকে কাসকেড বলা হয়। একাধিক ধাপে জলপ্রপাত নেমে আসাকেও কাসকেড বলে। এ ধরনের জলপ্রপাত খুব ছোট হয়। উদাহরণস্বরূপ: ভারতের নর্মদা নদীর উৎসস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে এবং যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার ডার্ক হোলো জলপ্রপাতে কাসকেড দেখা যায়।

Ref: Cascade Waterfall, britannica.com