কাহ্নপা: বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন চর্যাপদের কবি
July 19, 2018

ক. কাহ্নপা- চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কবি।
খ. কাহ্নপা- সর্বমোট ১৩টি পদ রচনা করেন।
গ. কাহ্নপা রচিত পদগুলো হল- ৭, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৮, ১৯, ২৪, ৩৬, ৪০, ৪২ ও ৪৫।
ঘ. কাহ্নপা রচিত- ২৪ নম্বর পদটি পাওয়া যায় নি।
ঙ. কাহ্নপা রচিত পদগুলোতে- নিপুণ কবিত্ব শক্তি এবং তৎকালীন সমাজচিত্র ফুটে উঠেছে।
চ. কাহ্নপা ব্যক্তিগতভাবে- একজন সহজিয়া তান্ত্রিক বৌদ্ধযোগী।
ছ. কাহ্নপা- ধর্মশাস্ত্র ও সংগীত শাস্ত্রে দক্ষ ছিলেন।
জ. চর্যাপদে কাহ্নপাকে- কাহ্নু, কাহ্নি, কাহ্নিল, কৃষ্ণচর্য, কৃষ্ণবজ্রপাদ নামে উল্লেখ পাওয়া যায়।
বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন চর্যাপদের কবি
Follow Us on Our YouTube channel: GEONATCUL
One Comment
Thanks