কিউসেক : পানির প্রবাহ পরিমাপ
March 10, 2019

কিউসেক [Cusec] হল পানির প্রবাহ পরিমাপের একক। নদী বা খালের নির্দিষ্ট কোন স্থান দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হয়, তা পরিমাপ করার জন্য পরিমাপের একক হিসেবে কিউসেক (cusec) ব্যবহার করা হয়। কিউসেক (cusec) পরিমাপ পদ্ধতিতে প্রতি সেকেণ্ডে কত ঘনফুট পানি প্রবাহিত হয়, তাকে বুঝায়। যেমন – ১ কিউসেক (cusec) মানে হল ১ ঘনফুট পানি ১ সেকেণ্ডে প্রবাহিত হয়েছে।
কিউসেক কাকে বলে?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL