কিভাবে বাংলাদেশে বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার করা যায়?
এশিয়া মহাদেশে অবস্থিত বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বৈদেশিক সাহায্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে সুষ্ঠু নীতিমালার অভাবে বৈদেশিক সাহায্য এদেশের অর্থনীতিতে সঠিক ও গতিশীল ভূমিকা রাখতে পারছে না। সুতরাং সঠিক ও বাস্তবধর্মী নীতিমালার মাধ্যমে বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। এর ফলে দেশের উন্নয়নের গতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এ দেশে বৈদেশিক সাহায্যের সঠিক ও সুষ্ঠু ব্যবহারের জন্য নিম্নলিখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করা প্রয়োজন।
১. বৈদেশিক সাহায্য দ্রুত ব্যবহার: বাংলাদেশে বৈদেশিক সাহায্য যাতে দ্রুত ব্যবহার হয়, তার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন উৎস থেকে সহজ শর্তে বা শর্তহীনভাবে ঋণ ও সাহায্য গ্রহণ এবং তা উৎপাদনশীল খাতে দ্রুত বিনিয়োগ করতে হবে।
২. দাতাদেশসমূহের মনোভাব যাচাই: সব ঋণ ও সাহায্য গ্রহণ করা উচিত নয়। তাই দাতাদেশসমূহের মনোভাব ও শর্তাবলি যাচাই করে বৈদেশিক ঋণ ও সাহায্য গ্রহণ করতে হবে। কারণ শুধু সে সকল ঋণই গ্রহণ করতে হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখে।
৩. বিনিয়োগ ক্ষেত্রের অগ্রাধিকার: দেশের প্রয়োজনীয়তা বিবেচনা করে বৈদেশিক সাহায্য বিনিয়োগ ক্ষেত্রের অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে দাতাদেশসমূহের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় এসে কেবল অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে হবে। যাতে বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়।
৪. দাতাদেশের সাথে সমন্বয়: দাতাদেশসমূহ অনেক সময় সাহায্যের সাথে তাদের চিন্তা-চেতনাও সাহায্য গ্রহণকারী দেশের উপর চাপিয়ে দিতে চায়। এতে করে সাহায্য গ্রহণকারী দেশের নানা সমস্যা দেখা দেয়। তাই এ ক্ষেত্রে আলোচনার মাধ্যে দাতাদেশের সাথে সমন্বয় করে বৈদেশিক সাহায্য সঠিকভাবে ব্যবহারের ব্যবস্থা করতে হবে।
পরিশেষে বলা যায়, বৈদেশিক সাহায্যের ক্ষতিকর দিক যতই থাক না কেন, বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের পক্ষে বৈদেশিক ঋণ ও সাহায্য পরিহার করা সম্ভব নয়। তবে উপরে উল্লেখিত ব্যবস্থাসমূহ গ্রহণ করলে বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ও সঠিক ব্যবহার অনেকাংশে নিশ্চিত হবে। [শারমিন জাহান সায়মা]
সহায়িকা: জোয়ারদার, সুকেশ চন্দ্র; আলম, মোঃ শাহ; আখতার, সুফিয়া; চৌধুরী, সুশান্ত রায়; ইসলাম, মোঃ নজরুল; আন্তর্জাতিক বাণিজ্য; ২০২০; ঢাকা; পৃষ্ঠা – ৪১৭।
বাংলাদেশে বৈদেশিক সাহায্যের সুষ্ঠু ব্যবহার
Follow Us on Our YouTube channel: GEONATCUL