কুমিল্লা মডেল | Comilla Model
August 31, 2024
কুমিল্লা মডেল [Comilla Model] হলো কুমিল্লা জেলার নাম অনুসারে গৃহীত একটি পল্লী উন্নয়ন প্রকল্পের নাম। প্রখ্যাত উন্নয়ন পরিকল্পনাবিদ ড. আখতার হামিদ খান এ উন্নয়ন প্রকল্পের চিন্তা করেন, তাই তাঁকে এ চিন্তার প্রবক্তা বলা হয়। বিংশ শতাব্দীর ষাটের দশকের প্রথম দিকে বাংলাদেশের পল্লী এলাকার প্রকট দারিদ্র বিমোচনের জন্য একটি সমন্বিত পল্লী উন্নয়ন পরিকল্পনা (IRDP) – এর উদ্যোগ নেয়া হয়। একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কুমিল্লা জেলার কোতোয়ালী থানায় পরীক্ষামূলকভাবে এ মডেলের সূচনা করা হয়। এ প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলো ছিল –
১। গ্রামের কৃষকদের সমবায় সমিতির মাধ্যমে সংগঠিত করা; এবং
২। স্বল্প মূল্যে কৃষি উপকরণ ও যন্ত্রপাতি সরবরাহ করে কৃষি উৎপাদন এবং কৃষকের আয় বৃদ্ধি করা। [সংকলিত]
কুমিল্লা মডেল কী?
Follow Us on Our YouTube channel: GEONATCUL