কৃষিকাজে বিভিন্ন সারের গুণাগুণ
কৃষিকাজে বিভিন্ন সারের গুণাগুণ জেনে ফসলের মাঠে সার প্রয়োগ করলে গাছে ফলন ভাল হয়। গাছ বা ফসলের জন্য প্রয়োজনীয় সারের গুণাগুণসহ সারের নাম নিম্নে তুলে ধরা হল:
১. পটাশ সার: পটাশ সার গাছকে শক্ত করে। তাই কৃষকগণ ফসলের মাঠে এ সার ব্যবহার করেন৷
২. ফসফরাস (TSP) সার: ফসফরাস সার গাছে ফল ধরতে সহায়তা করে। এ সার ধান পাকায় ঠিক সময়ে৷ তাই টিএসপি-ড্যাপই কৃষকের আশ্রয়৷
৩. নাইট্রোজেন সার: নাইট্রোজেন সার গাছকে সবুজ করে৷ তাই পরিমাণ মত নাইট্রোজেন সার ব্যবহার করলে গাছের পাতা সবুজ থাকে।
৪. দস্তা সার: দস্তা স্যার গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তাই কৃষক ফসলের মাঠে দস্তা সার ব্যবহার করেন।
৫. বোরন: বোরন সমৃদ্ধ সার ফসলের ফলন বাড়ায়। বোরন প্রয়োগ করলে কুমড়া ঝরে না, নারিকেল ফাটবে না, ডগা বাড়ায় এবং দানা বাড়ায়৷
৬. সালফার সার: সালফার সার গাছের কচি পাতাকে সবুজ রাখে। তাই কৃষক ফসলের মাঠে এ সার ব্যবহার করেন। অতএব লক্ষণ দেখে প্রয়োজনীয় সার পরিমাণ মত গাছে বা ফসলে প্রয়োগ করতে হবে। [সংকলিত]
বিভিন্ন সারের গুণাগুণ
Follow Us on Our YouTube channel: GEONATCUL