কৃষি কাজ: ডাল চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য

ডাল চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য:
যে কোন স্থানের জমির মাটির বৈশিষ্ট্যের উপরে ফসলের চাষাবাদ নির্ভরশীল। উর্বর জমিতে ফসলের চাষাবাদ ভাল হয়। তবে ফসলভেদে মাটির বৈশিষ্ট্য জানা থাকলে কৃষি কাজ করা সহজ হয়। কৃষি কাজ পরিচালনার সুবিধার্থে ডাল চাষ উপযোগী মাটির কতিপয় বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো।
১) উঁচু ও মাঝারি উঁচু জমির দো-আঁশ, বেলে দো-আঁশ, এঁটেল দো-আঁশ এবং পলি দো-আঁশবিশিষ্ট মাটিতে ডাল জাতীয় ফসল ভালো জন্মায়।
২) ডাল জাতীয় ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাই নিষ্কাশনযোগ্য জমির মাটি ডাল চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
৩) ডাল সাধারণত নিরপেক্ষ বা ক্ষারীয় চুনযুক্ত জমির মাটিতে ভালো জন্মায়।
৪) শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়া এবং অল্প বৃষ্টিপাত ডাল জাতীয় ফসল চাষের জন্য উপযোগী। যদি শুষ্ক ও ঠাণ্ডা আবহাওয়া ও বৃষ্টিপাত থাকে তবে বেলে দো-আঁশ থেকে এঁটেল দো-আঁশ প্রকৃতির মাটিতে অবশ্যই ডাল জাতীয় ফসল ভালো ফলন দিবে।
৫) বিনা চাষে ডাল জাতীয় ফসল চাষাবাদের জন্য নিচু ও মাঝারি জমি নির্বাচিত করতে হয়। জমি থেকে বৃষ্টির পানি নিষ্কাশিত হয়ে গেলে ভেজা মাটিতে ডাল ফসলের বীজ বোনা হয়। [সংকলিত]
ছবি: kalerkantho.com
Follow Us in Our Youtube Channel: GEONATCUL