কৃষি কাজ: ধান চাষােপযােগী মাটির বৈশিষ্ট্য
কৃষি কাজ পরিচালনার ক্ষেত্রে দেখা যায় যে, জমির মাটির বৈশিষ্ট্যের উপরে ফসলের চাষাবাদ নির্ভরশীল। কৃষি কাজ পরিচালনার সুবিধার্থে ধান চাষ উপযােগী মাটির কতিপয় সাধারণ বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হল।
ক) সাধারণত নদ-নদীর অববাহিকা এবং হাওর-বাওড় এলাকা, যেখানে পলি বেশি জমে সেখানে ধানের ভাল ফলন হয়। কংকর এবং বেলে জাতীয় মাটি ব্যতিত সকল ধরনের মাটি ধান চাষের উপযােগী। তবে এঁটেল এবং এঁটেল-দোআঁশ মাটি ধান চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
খ) জমির প্রকারভেদে উঁচু, মাঝারি এবং নিচু ধরনের জমিতে ধান চাষ করা যায়। যেমন – নিচু জমিতে বােরাে এবং জলি আমন ধানের চাষ করা হয়।
গ) জমির আম্লিক (acidic) মাটির চেয়ে নিরপেক্ষ অবস্থা ধান চাষাবাদের জন্য অনুকূল।
ঘ) জমির মাটিতে জৈব পদার্থের উপস্থিতি থাকা ধান চাষের জন্য ভাল। তবে জৈব পদার্থের পরিমাণ কম হলে কমপােস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানাে যায়।
ঙ) জমির মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার, প্রভৃতির মাত্রা পরীক্ষা করে প্রয়ােজন অনুযায়ী সার প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। [সংকলিত]
ধান চাষের জন্য উপযোগী মাটি কোনটি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL