কৃষি কাজ: পাট চাষােপযােগী মাটির বৈশিষ্ট্য
February 13, 2022
যে কোন স্থানের জমির মাটির বৈশিষ্ট্যের উপরে ফসলের চাষাবাদ নির্ভরশীল। উর্বর জমিতে ফসলের চাষাবাদ ভাল হয়। তবে ফসলভেদে মাটির বৈশিষ্ট্য জানা থাকলে কৃষি কাজ করা সহজ হয়। কৃষি কাজ পরিচালনার সুবিধার্থে পাট চাষ উপযোগী মাটির কতিপয় বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হল।
১) দো-আঁশ এবং বেলে দো-আঁশ মাটিতে পাট চাষ ভাল হয়।
২) নদীবাহিত গভীর পলিমাটি পাট চাষের জন্য বিশেষভাবে উপযুক্ত।
৩) বাংলাদেশের প্রেক্ষিতে ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ-নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট চাষাবাদ ভাল হয়। [সংকলিত]
পাট চাষােপযােগী মাটির বৈশিষ্ট্য।
Follow Us on Our YouTube channel: GEONATCUL