কৌশলগত অবস্থান | Strategic Location
কৌশলগত অবস্থান [Strategic Location] বলতে সাধারণত বিশেষ সুবিধা আদায়ের জন্য যে কোন রাষ্ট্রের নির্দিষ্ট একটি ভৌগোলিক অবস্থানকে বুঝায়। অর্থাৎ কোন একটি রাষ্ট্রের দখলে কিংবা মালিকানায় এমন সব ভৌগোলিক অবস্থান থাকে; সেখান থেকে ঐ রাষ্ট্রটি অন্য কোন রাষ্ট্র থেকে কৌশলগত সুবিধা আদায় করে। যেমন – সংকীর্ণ সামুদ্রিক প্রণালি (marine strait), সামুদ্রিক দ্বীপ (marine island), অন্তরীপ (cape), খাল (canel), প্রভৃতি ভৌগোলিক অবস্থানসমূহ কৌশলগত সুবিধা আদায়ের জন্য উল্লেখযোগ্য। আর কৌশলগত সুবিধার মধ্যে রয়েছে রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, প্রভৃতি; যা কোন রাষ্ট্র তার বিরোধীপক্ষ কিংবা শত্রু পক্ষের কাছ থেকে আদায় করে থাকে।
বিশ্বের এরূপ কতিপয় গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানের মধ্যে জিব্রাল্টার প্রণালি (Strait of Gibraltar), হরমুজ প্রণালি (Strait of Hormuz), উত্তমাশা অন্তরীপ (Cape of Good Hope), পানাম খাল (Panama Canal), সুয়েজ খাল (Suez Canal) প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব কৌশলগত অবস্থানের মধ্যে কিছু প্রাকৃতিকভাবে সৃষ্ট, আবার কিছু মানব সৃষ্ট। এ অবস্থানসমূহ বর্তমান বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সামরিক খাতে গুরুত্বপর্ণ প্রভাব রেখে চলেছে। [সংকলিত]
কৌশলগত অবস্থান কাকে বলে?
Follow Us on Our YouTube channel: GEONATCUL