ক্রান্তীয় ঘূর্ণিঝড় | Tropical Cyclone

ক্রান্তীয় ঘূর্ণিঝড় [Tropical Cyclone] বলতে সাধারণত ক্রান্তীয় অঞ্চলের ৩০উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে ভারত মহাসাগর, মেক্সিকো উপসাগর এবং প্রশান্ত মহাসাগরের জাপান, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার উপকূলবর্তী অংশে সংঘটিত ঘূর্ণিঝড়কে বুঝায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলো পৃথিবীর ভয়ঙ্কর ও ক্ষতিকর প্রকৃতির ঘূর্ণিঝড়। ক্রান্তীয় অঞ্চলে সংঘটিত এসব ঘূর্ণিঝড়ের আয়তন মধ্যাক্ষাংশীয় ঘূর্ণিঝড়ের তুলনায় ছোট হয়ে থাকে। ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ব্যাস ১৬০ কিলোমিটার থেকে ৬৫০ কিলোমিটার হয়ে থাকে। এ ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার থেকে ২৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

ঘূর্ণিঝড়, ক্রান্তীয় ঘূর্ণিঝড়  | Tropical Cyclone

এসব ঘূর্ণিঝড়ের সাথে ক্রান্তীয় অঞ্চলে প্রায়শই ভয়াবহ জলোচ্ছ্বাস হয়ে থাকে। যার ফলে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। বাংলাদেশে ১২ নভেম্বর ১৯৭০ সালে  সংঘটিত এ ধরনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে ৫ লাখের বেশি লোক মারা যায়। ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন- অস্ট্রেলিয়াতে উইলি উইলি, আমেরিকায় হ্যারিকেন, দূরপ্রাচ্যে (জাপান, কোরিয়া প্রভৃতি দেশে) টাইফুন, এবং চীনে ব্যাগুই নামে পরিচিত। [সংকলিত]


ক্রান্তীয় ঘূর্ণিঝড় কাকে বলে?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply