ক্ষার-ক্ষারক কি? ক্ষারকের বৈশিষ্ট্য
December 8, 2023
ক্ষারক কি?
যে যৌগের অণুতে অক্সাইড বা হাইড্রোক্সাইড আয়ন থাকে এবং এসিডের সাথে বিক্রিয়া করে কেবল লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। যেমন: সোডিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, প্রভৃতি।
ক্ষার কি?
যে সব ক্ষারক পানিতে দ্রবীভূত হয় সে সব ক্ষারককে ক্ষার বলে। যেমন: সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, টাশিয়াম হাইড্রোক্সাইড, প্রভৃতি।
ক্ষারকের বৈশিষ্ট্য:
১। ক্ষারক কটু (তিক্ত) স্বাদযুক্ত হয়ে থাকে;
২। ক্ষারকের দ্রবণ সাবান পানির ন্যায় পিচ্ছিল হয়ে থাকে;
৩। ক্ষারকের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে;
৪। ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহ হলো ক্ষারক;
৫। ক্ষারক সাধারণত এসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে;
৬। ক্ষারকের জলীয় দ্রবণে বর্ণহীন ফেনফথ্যালিন গোলাপী বর্ণ ধারণ করে। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: রসায়ন (নবম- দশম)
Follow Us on Our YouTube channel: GEONATCUL