খুলাফায়ে রাশেদিন এবং খুলাফায়ে রাশেদিন নির্বাচন পদ্ধতি
খুলাফায়ে রাশেদিন বলতে কি বুঝায়?
মহানবী হযরত মুহাম্মদ (সা.) – এর ইহধাম ত্যাগের পর যে চারজন খলিফা ইসলামি রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব, বিশ্বস্ততায়, জীবনযাপন ও শাসন প্রণালিসহ সকল বিষয়ে মহানবী (সা.) – এর হুবহু অনুসরণ-অনুকরণ করেন তাঁদেরকে খুলাফায়ে রাশেদিন বলা হয়। আবার, ৬৩২ থেকে ৬৫১ সাল পর্যন্ত যে চারজন খলিফা খিলাফত পরিচালনা করেন তাদেরকে খুলাফায়ে রাশেদিন বলা হয়।
খুলাফায়ে রাশিদিন নির্বাচন পদ্ধতি:
খলিফা শব্দের অর্থ প্রতিনিধি, অর্থাৎ খুলাফায়ে রাশিদিনের খলিফাগণ ছিলেন আল্লাহর প্রতিনিধি। খুলাফায়ে রাশিদিন নির্বাচনের জন্য নীতিমালা না থাকলেও দুটি পদ্ধতি ব্যবহার করা হতো। এ পদ্ধতি ছিল গণতান্ত্রিক। খুলাফায়ে রাশিদিনের খলিফা অর্থাৎ ৬৩২ থেকে ৬৬১ সাল পর্যন্ত যে চারজন খলিফা খিলাফত পরিচালনা করেছিলেন তাদের নির্বাচন পদ্ধতি নিম্নে উল্লেখ করা হলো:
প্রথমত, সরাসরি নির্বাচন পদ্ধতি। এ পদ্ধতিতে উপস্থিত নেতৃবৃন্দ ও জনগণের সমর্থনের ভিত্তিতে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা), ২য় খলিফা হযরত উমর (রা) এবং ৩য় খলিফা হযরত আলী (রা) খলিফা নির্বাচিত হয়েছিলেন।
দ্বিতীয়ত, নির্বাচকমণ্ডলী দ্বারা নির্বাচন পদ্ধতি অনুযায়ী নির্বাচিত হয়ে হযরত উসমান (রা) ৪র্থ খলিফা হিসেবে খিলাফত পরিচালনা করেন। [ইশরাত জাহান মিম]
সহায়িকা: হাছান, মোঃ মাহমুদুল, ইসলামের ইতিহাস ১ম পত্র (একাদশ-দ্বাদশ), ঢাকা: লেকচার পাবলিকেশন্স, পৃষ্ঠা – ২৯৫।
Follow Us in Our Youtube Channel: GEONATCUL