গণসংখ্যা নিবেশনের বিভিন্ন অংশ ও এদের পরিচিতি

গবেষণামূলক কাজে তথ্য-উপাত্তের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণে গবেষণা নিবেশন (frequency distribution) পদ্ধতি ব্যবহার করা হয়। আর এ গণসংখ্যা নিবেশনের মূলত ৬টি অংশ থাকে, যা নিম্নে আলোচনা করা হলঃ

৫। যোজিত গণসংখ্যা : প্রতিটি শ্রেণী ব্যবধানে প্রাপ্ত গণসংখ্যার মান প্রথম থেকে পর পর যোগ করে যোজিত গণসংখ্যা পাওয়া যায়। তবে তা নিচের দিক থেকেও যোজন শুরু করা যায়। যেমন – গণসংখ্যা যদি যথাক্রমে ৬, ১২, ১৫, ৮ ও ৩ হয়, তাহলে যোজিত গণসংখ্যা হয় প্রথমটি ৬, ২য়টি (১২ + ৬ = ১৮), ৩য়টি (১৮ + ১৫ = ৩৩), ৪র্থটি (৩৩ + ৮ = ৪১) এবং ৫মটি (৪১ + ৩ = ৪৪)। যোজিত গণসংখ্যাকে ক্রমযোজিত গণসংখ্যাও বলা হয়।

৬। গণসংখ্যা ঘনত্ব : কোন শ্রেণী ব্যবধানে প্রাপ্ত গণসংখ্যার মানকে ঐ শ্রেণীর ব্যবধান দ্বারা ভাগ করলে গণসংখ্যা ঘনত্ব পাওয়া যায়।∴ গণসংখ্যার ঘনত্ব = শ্ৰেণী গণসংখ্যা ÷ শ্রেণী ব্যবধান; এ সূত্রটির সাহায্যে গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করা হয়।


গণসংখ্যা নিবেশনের কয়টি অংশ, কি কি ও এদের পরিচিতি?


Follow Us on Our YouTube channel: GEONATCUL


Leave a Reply