গতায়তকারী গ্রাম | Commuter Village
November 29, 2019

গতায়তকারী গ্রাম [Commuter Village] বলতে কোন নগর উপকন্ঠের (the suburbs of the city) গ্রামকে বুঝায়, যে গ্রামের অধিবাসীদের অধিকাংশেই সংশ্লিষ্ট নগরে গতায়ত করে। অর্থাৎ অধিবাসীরা নিত্য বা প্রতিদিনই কাজের উদ্দেশ্যে গ্রাম থেকে নগরে গমন করে এবং দিনের শেষে গ্রামেই ফিরে আসে। নগর উপকণ্ঠের (the suburbs of the city) এ ধরনের গ্রামকেই গতায়তকারী গ্রাম (commuter village) বলে।
গতায়তকারী গ্রাম কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL