গবেষণা উপাত্ত সংগ্রহের প্রশ্নপত্র এবং এর ধরন

গবেষণায় উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে প্রশ্নপত্র (questionnaire) একটি গুরুত্বপূর্ণ কৌশল। প্রশ্নপত্র হলো একটি ফরমে নির্দিষ্ট ক্রম অনুযায়ী মুদ্রিত কতকগুলো প্রশ্নের সমষ্টি। এই ফরমগুলো উত্তরদাতাদের কাছে ডাকযোগে পাঠানো হয় এবং প্রত্যাশা করা হয় যে, তারা (উত্তরদাতা) ফরমটি পড়বে, বুঝতে পারবে এবং উত্তর প্রদানের জন্য প্রদত্ত স্থানে উত্তর লিপিবদ্ধ করবে। কোনো প্রকার সাহায্য ছাড়া উত্তরদাতাকে নিজে নিজেই উত্তর দিতে হয়। গবেষণার ক্ষেত্রে এ ধরনের প্রশ্নপত্রকে প্রশ্নমালাও বলা হয়ে থাকে।

প্রশ্নপত্র সম্পর্কে Bogardus বলেন, ‘A Questionnaire is a list of Questions sent to a number of persons for them to answer. It secures standardised results that can be tabulated and treated statistically.’ (অর্থাৎ, প্রশ্নপত্র হলো একগুচ্ছ প্রশ্নের সমাহার যা কতক সংখ্যক ব্যক্তির কাছে উত্তরের জন্য পাঠানো হয়। এটি সারণীকরণ এবং পরিসংখ্যানিক প্রক্রিয়ায় ব্যবহারের উপযোগী ফলাফল অর্জন করে।)

প্রশ্নপত্র সম্পর্কে Sekaran বলেন, ‘A Questionnaire is a preformulated written set of questions to which respondents record their answer. usually within rather closely defined alternatives.’ (অর্থাৎ, প্রশ্নপত্র হলো পূর্বে প্রস্তুতকৃত প্রশ্নের একটি সেট, যাতে উত্তরদাতা সাধারণত ঘনিষ্ঠভাবে সংজ্ঞায়িত কতকগুলো বিকল্প থেকে উত্তর রেকর্ড করে থাকেন।)

প্রশ্নপত্রের ধরন (types of questions): প্রশ্নপত্রে কী ধরনের প্রশ্ন থাকবে তা নির্ভর করে গবেষণা সমস্যার (research problem) প্রকৃতির উপর। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করা হয়ে থাকে। ফলে প্রশ্নপত্রের আঙ্গিক বা আকার ঠিক কেমন হবে, তা বলা মুশকিল। যাহোক, C Nachmias এবং D Nachmias (1985) গবেষণা কাজের প্রশ্নকে চার ভাগে বিভক্ত করেছেন। যেমন –
১. উন্মুক্ত বা খোলা প্রশ্ন (Open-ended questions)
২. আবদ্ধ প্রশ্ন (close ended questions)
৩. প্রাসঙ্গিক বা আনুষঙ্গিক প্রশ্ন (contingency questions) এবং
৪. মেট্রিক্স প্রশ্ন (matrix questions)। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা- ১৪৪।


গবেষণা উপাত্ত সংগ্রহের প্রশ্নপত্র


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply