গবেষণা উপাত্ত বিশ্লেষণ কী?

গবেষণা কাজে কিংবা সমস্যা সমাধানের জন্য উপাত্ত সংগ্রহের পর তা বিভিন্ন সারণি, রেখাচিত্র, মানচিত্র, ইত্যাদির সাহায্যে উপস্থাপন করা হয়। তবে এতেই গবেষণার কাজ শেষ হয়ে যায় না। উপাত্তের নানা ধরনের বিশ্লেষণ করতে হয়। তবেই গবেষণা সম্পর্কে মন্তব্য করা বা ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়। তাই উপাত্ত বিশ্লেষণের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা আবশ্যক।

উপাত্ত বিশ্লেষণের সম্পর্কে Gating বলেন, ‘Analysis of data refers to seeing the data in the light of hypothesis or research questions and the prevailing theories and drawing conclusions that are amenable to theory as far as possible.

উপাত্ত বিশ্লেষণ বলতে বুঝায় উপাত্তকে অনুমানের বা গবেষণার প্রশ্ন এবং তত্ত্বের আলোকে বিচার করা এবং উপসংহার টানা, যা যতদূর সম্ভব তত্ত্ব গঠনে সহায়ক হয়। বিশ্লেষণের কাজটি অবশ্য গবেষণার প্রারম্ভেই করা হয়। কারণ গবেষককে গবেষণার শুরুতেই নির্ধারণ করতে হয় যে, গবেষণায় ব্যবহৃতব্য উপাত্তের ধরন কেমন হবে, কোথা হতে এ উপাত্ত সংগৃহীত হবে, সংগ্রহের পদ্ধতিই বা কী হবে, ইত্যাদি।

এগুলো যতটা ঠিকভাবে নির্ধারণ করা যাবে, গবেষণার ফলাফল ততটা নির্ভরযোগ্য হবে। উপাত্ত সংগ্রহের পর তা যথাযথভাবে উপস্থাপন করতে হবে, যাতে বিশ্লেষণের কাজটি সহজ হয়। যাহোক, গবেষণা কাজের যে কোনো উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে নিম্নের কাজগুলো সম্পাদন করতে হয়।

১. সংগৃহীত উপাত্ত যাচাই বাছাইকরণ (scrutiny of data): উপাত্ত বিশ্লেষণের প্রথম ধাপ হলো সংগৃহীত উপাত্তগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করা। এতে অপ্রাসঙ্গিক উপাত্তগুলোকে চিহ্নিত করা যায়। গবেষক গবেষণার বিষয়বস্তুর সাথে মিল রেখে উপাত্তগুলো যাচাই বাছাই করবেন, এতে তিনি উপাত্ত সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারবেন।

২. কারণ ও ফলাফল বিশ্লেষণ (analysis of cause and effect): উপাত্ত বিশ্লেষণের একটি কঠিন কাজ হলো ঘটনার কারণ ও ফলাফল নিরূপণ করা। এটি আরো জটিল হয়, যদি তা সামাজিক গবেষণা হয়। কারণ সমাজের কোনো ঘটনা ও সমস্যা বা আচরণ, কোনো একটি মাত্র কারণেই ঘটে না। এখানে একাধিক কারণ জড়িত থাকে। ফলে এ ধরনের উপাত্ত বিশ্লেষণ করা কঠিন। উদাহরণস্বরূপ – বাংলাদেশে চিংড়ির বাজার ধরে রাখা যাচ্ছে না। এর অনেকগুলো কারণ থাকতে পারে। যেমন— প্রাকৃতিক দুর্যোগে ঘের নষ্ট হওয়ার ফলে চিংড়ি উৎপাদন কমে যাওয়া, ব্যবসায়ীর অসাধুতা, ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া, প্রভৃতি। এসব একাধিক কারণ বিশ্লেষণ করা কিছুটা জটিল ও সময় সাপেক্ষ। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা- ২০৬।


গবেষণা উপাত্ত বিশ্লেষণ কাকে বলে?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply