গবেষণা প্রস্তাব কী?

আমরা জানি যে, গবেষণা হলো একটি বিজ্ঞানভিত্তিক এবং পক্ষপাতহীন জ্ঞান অনুসন্ধান প্রক্রিয়া। এর সামগ্রিক উদ্দেশ্য হলো বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত সম্পর্কের সত্যতা যাচাই করা, অনুকল্প প্রণয়ন ও তাদের যথার্থতা যাচাই এবং অনুমিত সিদ্ধান্তের ফলাফল যাচাই ও ব্যাখ্যাকরণ। এ সকল কার্যাবলি সম্পাদনের জন্য একজন গবেষককে বিভিন্ন ধরনের কার্যাবলি ধাপে ধাপে সম্পাদন করতে হয়। উপযুক্ত কার্যাবলি সম্পাদনের জন্য আগে-ভাগেই একটি পরিকল্পনা প্রণয়ন করতে হয়। এই পরিকল্পনাকেই কৌশলগত পরিভাষায় গবেষণা প্রস্তাব (research proposal) বলা হয়। গবেষণা প্রস্তাবকে অন্যান্য নামেও অভিহিত করা যায়। যথা:

গবেষণা চিত্র (research outline), গবেষণা সারসংক্ষেপ (synopsis of research), গবেষণা পরিকল্পনা (research plan), প্রকল্প প্রস্তাবনা (project proposal) এবং অভিসন্দর্ভ পরিকল্পনা (thesis plan), ইত্যাদি। এটি মূলত গবেষণা প্রকল্পের ভবিষ্যৎ কার্যাবলির একটি রূপরেখা।

এটি কোন গবেষণা কাজ আরম্ভ করার ক্ষেত্রে এক ধরনের রোডম্যাপ (road map)। গবেষণা প্রস্তাব হলো সমস্যার বা গবেষণার উত্তর খুঁজে পাওয়ার জন্য সার্বিক পরিকল্পনা, স্কীম, কাঠামো এবং কৌশল এর নকশা। একটি গবেষণা প্রস্তাব সাধারণত ভবিষ্যতে পরিচালিত হবে এমন গবেষণার পুরো চিত্র তুলে ধরতে পারে। গবেষণা প্রস্তাব সম্পর্কে বিভিন্ন গবেষক বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন।

Prof. M. Zainal Abedin তাঁর ‘A Handbook of Research’ গ্রন্থে উল্লেখ করেন যে, “A Proposal deals with the ideas of a researcher about what research he wants to do, what objectives and Methodology he has set for the research, how much time and resources are required to complete the research.” অর্থাৎ, “একজন গবেষক কী গবেষণা করতে চান তার ধারণাসমূহ, গবেষণার জন্য তিনি কী উদ্দেশ্যাবলি ও পদ্ধতি অনুসরণ করতে চান, গবেষণাটি করতে কতটা সময় ও সম্পদ প্রয়োজন, গবেষণা প্রস্তাব এ সকল বিষয় নিয়ে কাজ করে।”

Business Dictionary-তে উল্লেখ করা হয়েছে, “The research proposal outlines the process from beginning to end and may be used to request financing for project, certification for performing certain parts of research of the experiment.” অর্থাৎ, “একটি গবেষণা প্রস্তাব গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া বলে দেয় এবং প্রকল্পের অর্থায়নের জন্য অনুরোধ, পরীক্ষা-নিরীক্ষার কোন অংশ সম্পাদনের জন্য অনুমোদন গ্রহণে এটি ব্যবহার করা যায়।”

গবেষণা প্রস্তাব আসলে গবেষণা নকশার অনুরূপ কাজের প্রক্রিয়া। একটি গবেষণা প্রস্তাবে নিচের প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়:
১। একজন গবেষক কী বিষয়ে গবেষণা করতে চায়?
২। গবেষণার উদ্দেশ্য কী?
৩। গবেষণা কাজের জন্য কি পদ্ধতি প্রয়োগ করা হবে?
৪। গবেষণা কাজে কি পরিমাণ সময়ের প্রয়োজন হবে?
৫। কীভাবে গবেষণা কাজ পরিচালনা করা হবে?
৬। গবেষণা কাজ সম্পাদনের জন্য কি ধরনের ও কি পরিমাণের সম্পদ (resource) প্রয়োজন হবে?
৭। গবেষণা কাজ সম্পাদনে কি কৌশল এবং কেন এ কৌশল নির্বাচন করা হয়েছে?
৮। গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল কিভাবে উপস্থাপন করা হবে? ইত্যাদি বিষয়।

পরিশেষে বলা যায়, গবেষণা প্রস্তাবনা হলো গবেষণা কাজের একটি নকশা। গবেষণা প্রস্তাব ব্যতীত কোনো গবেষণা কাজ সম্পাদন করা সম্ভব নয়। গবেষণা প্রস্তাবকে গবেষণা কাজের একটি প্রতিচ্ছবিও বলা যায়। [শারমিন জাহান সায়মা]


সহায়িকা: আলাউদ্দিন, প্রফেসর ড. মোঃ; উদ্দীন, প্রফেসর ড. মোঃ সেরাজ; আতিকুজ্জামান, এম. এম.; প্রধান, মোঃ সাইফুল্লাহ; (জানুয়ারি, ২০১৯); ব্যবসায় গবেষণা Business Research; গ্রন্থ কুটি: ঢাকা; পৃষ্ঠা- ৮০।


গবেষণা প্রস্তাবনা বলতে কি বুঝায়?


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply