গরান বনভূমি | Mangrove Forest
February 20, 2019

গরান উদ্ভিদ [Mangrove Plant] বলতে সমুদ্র উপকূলবর্তী জোয়ার-ভাঁটা প্রভাবিত সব সময় ভিজা এবং অত্যধিক লবণাক্ত মাটিতে জন্মানো এবং বিকশিত উদ্ভিদকূলকে বুঝায়। গরান বনভূমি [Mangrove Forest] বলতে সমুদ্র উপকূলবর্তী জোয়ার-ভাঁটা প্রভাবিত এবং অত্যধিক লবণাক্ত বিস্তীর্ণ স্থান জুড়ে জন্মানো এবং বিকশিত বহু উদ্ভিদের সমাবেশকে বুঝায়। যেমন- ‘সুন্দরবন’ বাংলাদেশের একটি গরান বনভূমি বা ম্যানগ্রোভ বনভূমি (mangrove forest)।
উল্লেখ্য যে, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের (west indies) স্থানীয় ভাষা থেকে Mangrove শব্দটির উৎপত্তি হয়েছে। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্থানীয় ভাষায় Mangrove শব্দটির অর্থ হল ‘লবণাক্ত পানিতে গড়ে উঠা গাছপালা’। বাংলা ভাষার এর প্রতিশব্দ ’গরান’ উদ্ভিদ।
Image Source: cultofmac.com
গরান বনভূমি কী?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL