গৃহসম্পদ ব্যবস্থাপনা | Domestic Resource

গৃহসম্পদ ব্যবস্থাপনা

গৃহসম্পদ ব্যবস্থাপনা কী?

আমরা যা ব্যবহার করে উপকৃত হই, যা আমাদের চাহিদা মেটাতে পারে, এবং অভাব দূর করতে পারে তাকেই সম্পদ বলে। সম্পদ হলো গৃহব্যবস্থাপনার মৌলিক উপকরণ। এবং গৃহব্যবস্থাপনাকে কার্যকর করার জন্য প্রয়োজন সম্পদের যথাযথ ব্যবহার। সম্পদ আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে। প্রতিটি পরিবারেরই সম্পদ থাকে। এ সম্পদ দ্বারাই প্রতিটি পরিবার সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়ে একটি নির্দিষ্ট লক্ষ্যে উপনীত হয়। একটি পরিবারে সবচেয়ে বড় সম্পাদ হলো মানুষ। মানুষের দ্বারা সংগৃহীত সামগ্রী হলো আরেকটি সম্পদ। মানুষের টাকা-পয়সা, জমিজমা, বাড়িঘর এ সমস্ত বস্তুবাচক সম্পদ নাও থাকতে পারে। তবে মানুষের যে সময়, শক্তি, কর্মদক্ষতা, জ্ঞান ইত্যাদি মানবীয় সম্পদ আছে, তা সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে মানুষ সামগ্রিক সম্পদ অর্জন করে কল্যাণ সাধন করতে পারে।

Deacon বলেছেন, “সম্পদ হলো উপায় বা মাধ্যম, যা চাহিদা পূরণে ক্ষমতাসম্পন্ন এবং প্রধান হাতিয়ারস্বরূপ।”
Nickell Rice -এর মতে, “Resource are assets that can be used to accomplish goals.”
অর্থাৎ, যা মানুষের লক্ষ্য অর্জনে ব্যবহৃত হয়, চাহিদা পূরণ করতে পারে বা অভাব দূর করতে পারে তাকেই মূলত সম্পদ বলা হয়। যেমন- অর্থ, সময়, শক্তি, ইত্যাদি। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: সুলতানা, প্রফেসর রাফিকা; আরা, গাজী হোসনে; (২০২০); গার্হস্থ বিজ্ঞান ১ম পত্র একাদশ-দ্বাদশ, ঢাকা: কাজল ব্রাদার্স লি.; পৃষ্ঠা ৪৯, ৫০।


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Image: Asian Development Bank


Leave a Reply