গোলার্ধ: উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ
September 23, 2022
গোলার্ধ (hemisphere) এর আভিধানিক অর্থ হল একটি গোলকের অর্ধেক (a half of a sphere)। আর ভূগোল শাস্ত্রে গোলার্ধ বলতে সাধারণত পৃথিবীর উত্তর ও দক্ষিণ অর্ধাংশকে বুঝায়। আর নিরক্ষরেখা (০০/শূন্য ডিগ্রী) থেকে পৃথিবীকে ২টি গোলার্ধে বিভক্ত করা হয়েছে। এগুলো হলো:
ক) উত্তর গোলার্ধ (north hemisphere): নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর অংশকে উত্তর গোলার্ধ (north hemisphere) বলা হয়। অর্থাৎ ০০ থেকে ৯০০ উত্তর অক্ষরেখা পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধ বিস্তৃত।
খ) দক্ষিণ গোলার্ধ (south hemisphere): নিরক্ষরেখা থেকে পৃথিবীর দক্ষিণ অংশকে দক্ষিণ গোলার্ধ (south hemisphere) বলা হয়। অর্থাৎ ০০ থেকে ৯০০ দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত পৃথিবীর দক্ষিণ গোলার্ধ বিস্তৃত। [সংকলিত]
গোলার্ধ বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube channel: GEONATCUL