গৌর | Pedestal Rock
January 8, 2022
গৌর [Pedestal Rock] বলতে সাধারণত মরুভূমিতে দৃশ্যমান এক প্রকার শিলা স্তম্ভকে বুঝায়, যাদের মাথার অংশটি ভারী এবং নিচের অংশ সরু। দেখতে অনেকটা মাশরুমের মত হওয়ায়, এসব শিলা স্তম্ভকে মাশরুম শিলাও (mashroom rock) বলা হয়। সাধারণত ভূ-পৃষ্ঠের কাছাকাছি বায়ু প্রবাহজনিত ক্ষয়কার্যের পরিমাণ সর্বাধিক থাকে। আর বায়ু প্রবাহজনিত এ ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা স্তূপের নিচের অংশ ক্ষয় হয়ে এ ধরনের ভূমিরূপের সৃষ্টি হয়। সাহারা মরুভূমিতে এরূপ বহু শিলা স্তম্ভ দেখা যায়, যাদের উপরের অংশ ভারী এবং নিচের অংশ সরু। এ ধরনের কঠিন শিলাস্তূপকে স্তপ্তমূল শিলাও বলা হয়। আবার মরুভূমিতে বায়ু প্রবাহের ফলে সৃষ্ট এ ধরনের ভূমিরূপসমূহ কোন কোন দেশে জুগেন (zeugen) নামেও পরিচিত। [সংকলিত]
গৌর কি?
Follow Us on Our YouTube channel: GEONATCUL