গ্যান্ট চার্ট । Gantt chart
গ্যান্ট চার্ট [Gantt chart] প্রকল্প ব্যবস্থাপনায় (প্রজেক্ট ম্যানেজমেন্টে) ব্যবহৃত একটি বহুল প্রচলিত তালিকা বা চার্ট। এ তালিকা বা চার্টের মাধ্যমে সময়ের বিপরীতে বিভিন্ন কার্যাবলি প্রদর্শিত হয়। অর্থাৎ, ‘A Gantt chart, commonly used in project management, is one of the most popular and useful ways of showing activities displayed against time.’

গ্যান্ট চার্ট হল অনুসূচি প্রণয়নের প্রাচীনতম কৌশল। বর্তমান সময়েও গ্যান্ট চার্ট-এর যথেষ্ট ব্যবহার লক্ষ্য করা যায়। ১৮৯০ সালের মাঝামাঝি ক্যারল অ্যাডামিয়েকি (Karol Adamiecki) নামক একজন পোল্যান্ডের প্রকৌশলী সর্ব প্রথমবার চার্টের প্রাথমিক ধারণা প্রদান করেন। তিনি দক্ষিণ পোল্যান্ডে একটি লৌহ কারখানা স্থাপন করেন এবং ব্যবস্থাপনা চিন্তার অগ্রহ প্রকাশ করে Bar chart এর প্রাথমিক ধারণা প্রদান করেন। এর ১৫ বছর পর হেনরি গ্যান্ট (Henry Gantt) নামক একজন আমেরিকান প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরামর্শক একটি চিত্রভিত্তিক চার্ট বা বার চার্টের ধারণা প্রদান করেন। তাই তাঁর নাম অনুসারে গ্যান্ট চার্ট (Gantt chart) হিসেবে চিত্রভিত্তিক চার্টটি অধিক পরিচিত লাভ করে।
গ্যান্ট চার্টের (Gantt chart) বাম পাশে প্রকল্পের কার্যসমূহ এবং ডানপাশের উপরে উপযুক্ত সময় স্কেল দেয়া থাকে। প্রতিটি কাজ একটি বার ডায়াগ্রামের মাধ্যমে প্রদর্শন করা হয়। প্রদর্শিত কোনো বার ডায়াগ্রাম দ্বারা কোনো নির্দিষ্ট কার্যাবলি শুরুর সময়, মোট কার্যকাল ও কার্যশেষ হওয়ার সময় প্রতিফলিত হয়। গ্যান্ট চার্টের মাধ্যমে আমরা একনজরে যে কোনো প্রকল্পের নিম্নলিখিত বিষয়গুলো দেখতে পাই—
(১) প্রকল্পের বিভিন্ন কার্যাবলি।
(২) প্রতিটি কাজ কখন শুরু এবং কখন শেষ হবে।
(৩) প্রতিটি কাজের স্থায়িত্ব বা সময়সীমা।
(৪) কোথায়, কোন কাজটি এবং কতটুকু অন্য কাজের সাথে জড়িয়ে যাচ্ছে বা ঢেকে যাচ্ছে।
(৫) সমগ্র প্রকল্প শুরু হওয়ার সময়ও শেষ হওয়ার সময়।
পরিশেষে বলা যায় যে, গ্যান্ট চার্ট ব্যবহার করে যে কোনো কাজ, বিশেষ করে ছোট-বড় প্রকল্প যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায়। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো প্রকল্প সম্পন্ন করা যায়। [শারমিন জাহান সায়মা]
✅ গ্যান্ট চার্ট কি?
✅ What is Gantt chart?
সহায়িকা: রাসুল, ড. মো: সিরাজুর এবং ইসলাম, মো: নজরুল, প্রকল্প ব্যবস্থাপনা, (২০১৬/১৭), কমার্স পাবলিকেশন্স, ঢাকা, পৃষ্ঠা ৩৯৭।
Follow Us on Our YouTube channel: GEONATCUL