ভূমধ্যসাগরীয় অঞ্চলের গ্যারিগ
February 6, 2019

ভূমধ্যসাগরীয় অঞ্চলের (mediterranean region) ইতস্তত কাঁটা ঝোপবিশিষ্ট সকল প্রকার উদ্ভিজকে গ্যারিগ [Garrigue] বলা হয়। ভূমধ্যসাগরীয় চুনা মাটিবিশিষ্ট যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম এবং মাটি অত্যন্ত নিম্নমানের, সেসব অঞ্চলে কাঁটা ঝোপবিশিষ্ট এসব উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মাতে পারে। ভূমধ্যসাগরের তীরবর্তী ভূমধ্যসাগরীয় জলবায়ুবিশিষ্ট অঞ্চলে, বিশেষ করে সমুদ্র তীরবর্তী স্পেন ও দক্ষিণ ফ্রান্সের চুনা মাটিবিশিষ্ট এলাকায় গ্যারিগ বেশি দেখা যায়। গ্যারিগকে আবার ফ্রিজানা [Phrygana] বলা হয়ে থাকে।
গ্যারিগ কী
Follow Us on Our YouTube Channel: GEONATCUL