প্রাচীন গ্রিক সভ্যতা
গ্রিক সভ্যতার ইতিহাস হল প্রাচীন গ্রিক জাতি, অতীতে তাঁদের বিজিত অঞ্চল এবং গ্রিক রাষ্ট্রের ইতিহাস। অতীতের বিভিন্ন সময়ে গ্রিক জাতি অধ্যুষিত ও শাসিত অঞ্চলের সীমারেখা কখনও কমেছে আবার কখনও বেড়েছে। বিভিন্ন সময়ে গ্রিক ইতিহাসে বিভিন্ন প্রকার সাংস্কৃতিক উপাদান এসে মিশেছে। ভৌগোলিক বিস্তারের মাঝামাঝি সময়ে গ্রিক সভ্যতা গ্রিস থেকে মিশর ও পাকিস্তানের হিন্দুকুশ পর্যন্ত প্রসারিত হয়েছিল। নিচে প্রাচীন এ গ্রীক সভ্যতা সম্পর্কে সংক্ষেপে তুলে ধরা হল:
১. প্রথম নগর সভ্যতার গোড়াপত্তন হয় – গ্রিসে।
২. গ্রিক সভ্যতার সাথে জড়িত – হেলেনিক ও হেলেনিস্টিক সংস্কৃতির নাম।
৩. গ্রিক মহাকবি হোমার হাজার বছরের পুরান কাহিনী নিয়ে রচনা করেন – মহাকাব্য ‘ইলিয়ড’ ও ‘ওডিসি’।
৪. এ্যারিস্টটল, সক্রেটিস ও প্লেটো ছিলেন – গ্রিক দার্শনিক।
৫. প্লেটোর শিক্ষক ছিলেন – সক্রেটিস।
৬. দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম – দি রিপাবলিক।
৭. গ্রিক সভ্যতার উজ্জল ক্ষেত্র – দর্শনচর্চা।
৮. শ্রেষ্ঠ দার্শনিক – সক্রেটিস।
৯. গ্রিক সভ্যতার অন্যতম অবদান – গণতন্ত্র।
১০. গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসকে – ‘ইতিহাসের জনক’ ও ‘মিথ্যার জনক’ বলা হয়।
১১. গ্রিকদের প্রধান দেবতার নাম – জিউস।
১২. সভ্যতা ছাড়া গ্রিকদের অবদান ছিল – জ্যামিতি (উপপাদ্য), গণিত ও চিকিৎসায়।
১৩.পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে – গ্রিক বিজ্ঞানীরা।
১৪. অলিম্পিক খেলা প্রথম শুরু হয় – ৭৭৬ খ্রিস্টপূর্বাব্দে, এথেন্সে। [সংকলিত]
প্রাচীন গ্রিক সভ্যতা
Follow Us on Our YouTube channel: GEONATCUL
Informative post. Best of Lucks.