গ্রিনহাউস এবং এর প্রভাব ও প্রভাব প্রতিরোধের উপায়

‘গ্রীনহাউস’ কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়। প্রকৃত অর্থে শীতপ্রধান দেশে উদ্ভিদ প্রতিপালনের জন্য বাগানে স্বচ্ছ কাচের ছাউনিযুক্ত ঘর তৈরি করা হয়। এ ঘরে তাপ ভিতরে প্রবেশ করে কিন্তু বাহিরে যেতে পারে না। ফরাসি গণিতবিদ জিন ফুরিয়ার (Jean Fourer) ১৮২২ সালে পৃথিবীর বায়ুমন্ডলকে সবুজ ঘরের সাথে তুলনা করেন।

গ্রিনহাউস প্রতিক্রিয়া
চিত্র: গ্রিনহাউস।

গ্রিনহাউস প্রভাব: শীতের সময় শীতপ্রধান দেশে দিনে পরিবেশের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকলেও সবুজ ঘরের ভিতর বায়ুমন্ডলের তাপমাত্রা 38°c থেকে 39°c (100 – 120°F) মধ্যে নিয়ন্ত্রিত থাকে। ফলে উদ্ভিদের জৈবিক ক্রিয়া সম্পাদনে কোনো অসুবিধার সৃষ্টি হয় না।

সৌর বিকিরণের দৃশ্যমান রশ্মি (বেগুনি-লাল) এবং ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি কাচের মধ্য দিয়ে গ্রিনহাউসে সহজেই প্রবেশ করতে পারে। কিন্তু মৃত্তিকা ও উদ্ভিদ কর্তৃক পরিত্যক্ত তাপীয় বিকিরণ (অর্থাৎ বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের ইনফ্রারেড রশ্মি) কাচের মধ্য দিয়ে গ্রিন হাউসের বাহিরের বায়ুমন্ডলে ফিরে যেতে পারে না, কাচের অভ্যন্তর তলে প্রতিফলিত হয়ে পুনরায় গ্রিন হাউসের মৃত্তিকা ও উদ্ভিদের উপর আপতিত হয়। সে কারণে গ্রিন হাউসের অভ্যন্তরস্থ তাপমাত্রা বেশি থাকে। তাই শীতপ্রধান দেশের এ ধরনের গ্রিন হাউসের সাথে বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের (Co2) এর তুলনা করা হয়। বলা হয় যে, বায়ুমন্ডলের অতিরিক্ত কার্বন ডাই-অক্সাইড (Co2) গ্রিন হাউসের মত তাপ ধরে রাখায় পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটে এবং এরূপভাবে তাপ বৃদ্ধির ঘটনাটিকে গ্রিন হাউস প্রভাব বলা হয়।

গ্রিনহাউসের প্রভাব প্রতিরোধের উপায়: গ্রিনহাউসের প্রভাবে পৃথিবীতে নেমে আসবে বিভিন্ন প্রকার প্রাকৃতিক বিপর্যয়। গ্রিন হাউসের প্রভাবে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষি, শিল্প, বাসস্থান, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই পড়ে। জীববৈচিত্রের উপরেও এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। তাই এ প্রভাবজনিত জলবায়ু পরিবর্তন যথাসম্ভব প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। কাজটি কঠিন হলেও বিজ্ঞানীগণ গবেষণা করে কতিপয় প্রতিরোধের ব্যবস্থা বের করেছে। এর মধ্যে রাসায়নিক সার ব্যবহার নিষিদ্ধকরণ, বৃক্ষকর্তণ রোধ, ক্ষতিকর গ্যাস ব্যবহারে সতর্ককরণ, জীবাশ্ম জ্বালানি নিষিদ্ধকরণ, প্রাকৃতিক শক্তির ব্যবহার বৃদ্ধিকরণ, প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে গ্রিন হাউসের প্রভাবজনিত জলবায়ুর নেতিবাচক পরিবর্তন কিছুটা হলেও কমানো সম্ভব। [ইশরাত জাহান মিম]


সহায়িকা: মজুমদার, তাপস কুমার, ভূগোল, লেকচার পাবলিকেশন লি. , ঢাকা, পৃ: ২৫৫, ২৫৬।


গ্রিনহাউসের প্রভাব ও প্রভাব প্রতিরোধের উপায়


Follow Us in Our Youtube Channel: GEONATCUL


Leave a Reply