চর্যাপদের কবি ভুসুকুপা: পূর্ববঙ্গের মানুষ
ক. মনে করা হয়, ভুসুকুপা- অষ্টম থেকে এগার শতাব্দীর মাঝামাঝি সময়ের কবি ছিলেন।
খ. মুহাম্মদ শহীদুল্লাহ অনুমান করেন, ভুসুকুপা- পূর্ববঙ্গের মানুষ ছিলেন।
গ. ভুসুকুপা- সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র ছিলেন।
ঘ. চর্যাপদ রচনার দিক দিয়ে ভুসুকুপা- দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
ঙ. ভুসুকুপা- ৮টি পদ রচনা করেন।
চ. ভুসুকুপা রচিত পদসমূহ হল- ৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩ ও ৪৯ নম্বর পদ।
ছ. ভুসুকুপা- জীবনের প্রথমে অলস ছিলেন।
জ. ভুসুকু নামের অর্থ হল- ভু = ভুক্তি, সু = সুপ্তি ও কু = কুটিরে।
ঝ. ভুসুকুপা- কুটিরে অবস্থান করা ব্যতিত কিছু করতেন না, তাই তাকে ভুসুকু বলে ডাকা হত।
ঞ. ভুসুকুপার- ৪৯ নম্বর পদে পদ্মা (পঁউআ) খালের নাম, ‘বঙ্গাল দেশ’ ও ‘বঙ্গালী’র কথা আছে। তাই তাঁকে পূর্ববঙ্গের মানুষ মনে করা হয়।
ট. ভুসুকুপার রচিত পদে- বাঙালি জীবনের প্রতিচ্ছবি দেখা যায়।
ঠ. ভুসুকুপা রচিত উল্লেখযোগ্য পঙক্তি হল- অপণা মাংসেঁ হরিণা বৈরী।
ড. অপণা মাংসেঁ হরিণা বৈরী- ভুসুকুপা রচিত পদ: ৬ এর পঙক্তি।
চর্যাপদের কবি ভুসুকুপা
Follow Us on Our YouTube Channel: GEONATCUL