চিকিৎসামূলক যোগাযোগ | Therapeutic Communication
যোগাযোগ এমন একটি শব্দ, যার দ্বারা মানুষের মধ্যে বার্তা প্রেরণ করা এবং গ্রহণ করাকে বুঝায়। যা অন্যকে প্রভাবিত করার এবং প্ররোচিত করার একটি উপায় মাত্র। যার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রভাব ফেলা যায় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায়।
আর চিকিৎসামূলক যোগাযোগ (Therapeutic Communication) ব্যবস্থা হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো চিকিৎসক কিংবা সেবিকা সচেতনভাবে একজন রোগী (client)-কে প্রভাবিত করে অথবা মৌখিক কিংবা অমৌখিক যোগাযোগের মাধ্যমে রোগীকে আরও ভালোভাবে বুঝার চেষ্টা করে।
চিকিৎসামূলক যোগাযোগের উদ্দেশ্য: নিম্নে চিকিৎসামূলক যোগাযোগের কতিপয় উদ্দেশ্য উল্লেখ করা হলো।
১। রোগী (client)-কে একটি নিরাপদ জায়গা প্রদান করা;
২। রোগীর অসুস্থতার বিষয়টি অভিজ্ঞতার মাধ্যমে খুঁজে বের করা;
৩। রোগীর সাথে থাকা ব্যক্তিকে তথ্য প্রদান করা;
৪। রোগীকে মানসিক সমর্থন প্রদান করা;
৫। রোগীকে সর্বোচ্চ স্বাস্থ্য এবং সুস্থতা অর্জন করতে সাহায্য করা;
৬। সুস্থ হওয়ার বিষয়ে রোগীর মনে বিশ্বাসকে বিকশিত করা;
৭। রোগীর যত্ন নেয়া; এবং
৮। রোগীর অনুভূতি খুঁজে বের করা। [ইশরাত জাহান মিম]
সহায়িকা : H. al-Hasib, Dr. Md. Tanvir Islam, Fundamental of Nursing (2019), Diploma in Nursing science & Midwifery, নিউরন পাবলিকেশন্স, Dhaka -1205, পৃষ্ঠা ৩৭০।
চিকিৎসামূলক যোগাযোগ বলতে কি বুঝায়?
Image: nightingale.edu