চিত্রলিপি: প্রাচীন লিখন পদ্ধতি
December 21, 2018

চিত্র বা ছবি দিয়ে লেখার এক ধরনের পদ্ধতি বা লিপিকে চিত্রলিপি (hieroglyph) বলা হয়। প্রাচীনকালে প্রচলিত এ ধরনের লিখন পদ্ধতিতে অঙ্কিত একটি চিত্র বা ছবিকে একটি অক্ষর বা বর্ণ হিসেবে ব্যবহৃত হত। আবার একটি অক্ষর বা বর্ণ দিয়ে সম্পূর্ণ একটি শব্দকে প্রকাশ করা হত। যেমন- যোদ্ধা লিখতে, মানুষ এঁকে তার হাতে তীর-ধনুক দেয়া হত। এবং সূর্য লিখতে, একটি বৃত্ত এঁকে মাঝখানে একটি বিন্দু দেয়া হত। এরূপ প্রায় ৭০০ থেকে ৮০০টি চিত্রলিপি দিয়ে প্রাচীন মিশরীয় সভ্যতায় লিখন পদ্ধতি বা লিপি প্রচলিত ছিল।
চিত্রলিপি: প্রাচীন লিখন পদ্ধতি
Image: Collected
Follow Us on Our YouTube Channel: GEONATCUL