চুনাপাথর অঞ্চলের গভীর গর্ত : উভালা ও পোনর
September 10, 2023
উভালা কী?
উভালা [Uvala] মূলত স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো এবং সার্বিয়ার কিছু অঞ্চলে ব্যবহৃত একটি স্থানীয় উপনাম। ভূ-বিজ্ঞানে উভালা হলো চুনাপাথর অঞ্চলে বৃষ্টির পানি দ্রবণের ফলে সৃষ্ট বড় আকারের গহ্বর বা গভীর গর্ত বিশেষ। উভালাগুলো একই প্রক্রিয়ায় সৃষ্ট গহ্বর বা গভীর গর্ত পোনরের চেয়ে বড় হয়ে থাকে।

পোনর কী?
পোনর [Ponor] মূলত সার্বো-ক্রোয়েশিয়ান একটি উপনাম। ভূ-বিজ্ঞানে পোনর হলো চুনাপাথর অঞ্চলে বৃষ্টির পানি দ্রবণের ফলে সৃষ্ট এক প্রকারের গহ্বর বা গভীর গর্ত বা সুরঙ্গ বিশেষ, যার মাধ্যমে ভূ-পৃষ্ঠের পানি ভূ-গর্ভে প্রবেশ করে। পোনরগুলো ফ্রান্সে এ্যভেন (aven) নামে পরিচিত। [সংকলিত]
Follow Us in Our Youtube Channel: GEONATCUL