চুনামাটি | Calcareous Soil
December 19, 2018
যে মাটিতে চুন বা ক্যালসিয়াম কার্বনেটের (CaCo3)পরিমাণ খুব বেশি থাকে, সে মাটিকে চুনামাটি (calcareous soil) বলা হয়। এ ধরনের মাটির অম্লত্বের বা pH এর মান ৭.৫ থেকে ৮.৫ হয়ে থাকে। উদাহরণস্বরূপ- বাংলাদেশের পদ্মা ও মেঘনা নদী বাহিত পললভূমিতে যথেষ্ট পরিমাণে চুনামাটি রয়েছে। নমুনা হিসেবে সংগৃহীত কোন স্থানের মাটিতে হাইড্রোক্লোরিক এসিড (HCl) প্রয়োগ করে বিক্রিয়াজাত বুদবুদ দেখে সহজে চুনামাটি নির্ণয় করা যায়। এছাড়া বাজারে সহজে প্রাপ্ত হোয়াইট ভিনেগার (white vinegar) মাটিতে প্রয়োগ করে বিক্রিয়াজাত বুদবুদ দেখেও চুনামাটি নির্ণয় করা যায়।
চুনামাটি বলতে কি বুঝায়?
Follow Us on Our YouTube Channel: GEONATCUL